৪ ফেব্রুয়ারী ২০২৪ - ১৭:৪৪
বাহরাইনের সংসদ সদস্যদের প্রস্তাবে শেইখ ঈসা কাসিমের প্রতিক্রিয়া

আয়াতুল্লাহ শেইখ ঈসা আহমাদ কাসিম বলেছেন, শুক্রবারের ছুটি পরিবর্তন করা ইসলামকে নির্মূল এবং একটি প্রতিস্থাপনমূলক পদক্ষেপ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বাহরাইনের ইসলামী আন্দোলনের নেতা আয়াতুল্লাহ শেইখ ঈসা আহমাদ কাসিম শুক্রবারের ছুটি রবিবারে স্থানান্তরের জন্য কতিপয় সংসদ সদস্যের প্রস্তাবের নিন্দা জানিয়েছেন। আয়াতুল্লাহ কাসিম সামাজিক নেটওয়ার্কে তার অ্যাকাউন্টের মাধ্যমে বলেছেন, ইসলামের মূল ভিত্তি এবং এর শাখা-প্রশাখা উভয়কেই ধ্বংস করার জন্য দ্রুত এবং সর্বাত্মক পদক্ষেপের ধারাবাহিকতা হল বাহরাইনের সরকারী নীতি।

তিনি বলেন, শুক্রবারের ছুটি পরিবর্তন করা ইসলামকে নির্মূল এবং একটি প্রতিস্থাপমূলক পদক্ষেপ।

শারয়ী ভাবে মুসলিম জাতিকে তাদের ধর্ম নির্মূলের ব্যাপারে নীরব থাকা উচিত নয় –এ কথা উল্লেখ করে বাহরাইনের ইসলামী আন্দোলনের নেতা আরও বলেন, যদি দেশের মুসলিম জনগোষ্ঠী সর্বসম্মতভাবে এ ব্যাপারে কোন সিদ্ধান্তে সাড়া না দিতে দৃঢ় প্রতিজ্ঞ থাকত, তাহলে বিষয়টি এতদূর এগোত না।#176S